প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন আয়োজনের দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান স্বাগত জানান। তারা বলেন, প্রধান উপদেষ্টা তার দেওয়া কথা রেখেছেন। এজন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’ আরো বলেন, আমাদের জাতীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।’