খেলাফত মজলিস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আইনি স্বীকৃতি ও বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকেই জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে এবং এর ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বিচার প্রক্রিয়া ধীরগতির, প্রশাসনিক নিরপেক্ষতা ও সংস্কার এখনো অনিশ্চিত। ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া অথবা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে কার্যকর করা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৫-৯ অক্টোবর গণসংযোগ, ১০ অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল, ১২ অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং ১৫-৩০ অক্টোবর আসনভিত্তিক গণসংযোগ অভিযান। সংগঠনটি জোর দিয়ে বলেছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দূর করা এখন জাতির স্বার্থে জরুরি।