বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আশা প্রকাশ করেছেন যে জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে। রোববার ঢাকায় ডিক্যাব আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত এখনো নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে। তিনি আরও জানান, বিএনপি নেতা তারেক রহমানের লন্ডনে অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই এবং তার দেশে ফেরায় অন্য কোনো দেশ বাধা দেবে, তা অস্বাভাবিক হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিষয়ে দিল্লি কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা ইস্যুতে তিনি বলেন, তাকে ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক বাধাগ্রস্ত হবে না, তবে বাংলাদেশ তার দ্রুত প্রত্যাবর্তন আশা করে। তৌহিদ হোসেন পূর্ববর্তী সরকারের ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্কের সমালোচনা করে বলেন, তিস্তা চুক্তি ও সীমান্ত হত্যা ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি, যা জনগণের স্বার্থে ব্যর্থতা নির্দেশ করে।