বিএনপির সমাবেশে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা। তা না করা হলে রাজপথে নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে ৫ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই, তারপর স্থানীয় সংসদ নির্বাচন। অতীতে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তারা আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এ দাবি আমরা প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার কাছে পেশ করব। এই সাবেক জনপ্রতিনিধিরা দলের উপর হাসিনার নির্মম অত্যাচার বর্ণনা করেন।