নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানার ব্রয়লার কলে শনিবার সন্ধ্যায় বিস্ফোরণ ঘটে। এতে ছয় শ্রমিক গুরুতর দগ্ধ হন। দগ্ধরা হলেন তাইজুল ইসলাম (৩৫), কামাল হোসাইন (৪৫), নাহিদ (২২), ফেরদৌস (৩৫), আতিকুর রহমান (৪২) ও তোরাব আলী (৫৫)। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নাহিদের শরীরের ৪০ শতাংশ, আতিকুরের ২৭ শতাংশ, কামালের ২৬ শতাংশ, তোরাবের ১৬ শতাংশ, তাইজুলের ১২ শতাংশ এবং ফেরদৌসের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই মুখমণ্ডল ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের অবস্থা জটিল করেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, তদন্তের মাধ্যমে তা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।