Web Analytics
শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইতে থালাপাতি বিজয়ের সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়েছেন তিনি। সমাবেশে থালাপাতি বিজয় বলেন, জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজগম কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই। উল্লেখ্য, ২০২১ সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় থালাপাতির ফ্যানক্লাব হিসেবে যাত্রা শুরু করা ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’। সেসময়ই ১৬৯টি আসনের ১১৫টিতে জয়লাভ করে দলটি। ২০২৪ তামিলগা ভেত্রি কাজাগাম দল গঠন করেন বিজয়। তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা, এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপাতি। পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সঙ্গে। ধারণা করা হচ্ছে, ‘২৬-এর বিধানসভা নির্বাচনে ডিএমকে’-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন বিজয়।

Card image

Related Videos

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।