রাখাইনে জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ যতই তীব্র হচ্ছে, ততই রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশ বেড়ে চলেছে। দুই পক্ষের হামলার মূল লক্ষ্য হয়ে উঠছে সাধারণ রোহিঙ্গা জনগণ। এক হিসাবে দেখা গেছে, প্রতিমাসে সাড়ে ৬ হাজারের মতো অনুপ্রবেশের ঘটনা ঘটছে। গত দেড় বছরে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ব্যক্তির বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, এর বাইরেও কমপক্ষে আরও ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গা অনিবন্ধিত অবস্থায় বিভিন্ন দেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। বিজিবির সদস্যরা কেওড়াবাগানের ভেতর দিয়ে কোমরসমান পানি ও কাদামাটি মাড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে একদিকে ছুটে গেলে অন্যদিক দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। এছাড়া বিশেষজ্ঞরা করিডর প্রস্তাবনা নিয়েও নিরাপত্তা জনিত উদ্বেগ জানিয়েছে।