তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়ার ভ্লাদিমির মেদিনস্কি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এক হাজার রুশ যুদ্ধবন্দির বিনিময়ে এক হাজার ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হবে। আরও বলেন, ইউক্রেনীয় পক্ষ সরাসরি রাষ্ট্রপ্রধান পর্যায়ে বৈঠকের অনুরোধ করেছে। আমরা সেটি বিবেচনায় নিয়েছি এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা পেশ করবে বলে সম্মত হয়েছি। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভও জানান, আলোচনায় যুদ্ধবিরতি এবং জেলেনস্কি-পুতিন বৈঠকের সম্ভাবনাও আলোচিত হয়েছে। উল্লেখ্য, এই বৈঠকে অংশগ্রহণের আগ্রহ ছিল ডোনাল্ড ট্রাম্পের, তবে ভ্লাদিমির পুতিন এতে সাড়া দেননি।