বাংলাদেশ ২২ বছর পর ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছে, যা ২০০৩ সালের পর প্রথম। ঢাকায় অনুষ্ঠিত এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি প্রথমার্ধে ভারতের সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন। ম্যাচ শেষে ভারতীয় কোচ খালিদ জামিল বলেন, হারটা খুবই খারাপ লাগছে, তবে ফুটবলে ভাগ্যের কোনো ভূমিকা নেই—কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। তিনি বাংলাদেশের পুরো দলের প্রশংসা করে বলেন, শুধু হামজা নয়, সবাই ভালো খেলেছে। ম্যাচে উত্তেজনাও দেখা দেয়, তপু বর্মনের ফাউলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং তপু ও ভারতের নিকিল পুজারিকে হলুদ কার্ড দেখানো হয়। খালিদ এসব ঘটনাকে স্বাভাবিক বলে উল্লেখ করেন। এই জয় বাংলাদেশের ফুটবলে নতুন আত্মবিশ্বাস যোগ করেছে।