বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানীগাঁও এলাকায় বোগাই নদীর ওপর ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত একটি কাঠের সেতু নির্মাণ করেছেন। স্থানীয় শিক্ষার্থী ও গ্রামবাসীর অংশগ্রহণে সেতুটি উদ্বোধন করা হয়। এর ফলে ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। পূর্বের অস্থায়ী সাঁকোটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করছিলেন। নতুন সেতুটি নির্মিত হওয়ায় দুইটি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা এবং চারটি মসজিদের মুসল্লিদের যাতায়াত সহজ হয়েছে। স্থানীয়রা কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, কথায় নয়, কাজে বিশ্বাসী হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।