বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। অবৈধ মোবাইল বিক্রি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধের আওতায় আসবে। তবে বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে কেনা ফোন বন্ধ হবে না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই সিদ্ধান্তে কোনো ছাড় দেওয়া হবে না এবং সরকার রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতে কাজ করছে। প্রবাসীরা নিয়ম মেনে এক বা দুটি ফোন ফ্রি আনতে পারবেন, তবে অতিরিক্ত ফোনের জন্য এনবিআরের নিয়ম অনুযায়ী ফি দিতে হবে। বৈধ মোবাইল ফোনের দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।