সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, চট্টগ্রাম শহর ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়। কক্সবাজার, উখিয়া ও চকরিয়ার বাসিন্দারা কয়েক সেকেন্ডের কম্পন টের পান এবং আতঙ্কে অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়। একই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। গত ২১ নভেম্বর নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্পের পর এটি বাংলাদেশে অষ্টমবারের মতো কম্পন অনুভূত হলো। ধারাবাহিক এসব মৃদু ভূমিকম্পে বিশেষজ্ঞরা আঞ্চলিক ভূমিকম্পীয় সক্রিয়তার ইঙ্গিত দেখছেন।