জাপানের ওকায়ামায় ৩২ বছর বয়সী এক নারী, কানো, নিজের তৈরি চ্যাটজিপিটি-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা চরিত্র ‘ক্লাউস’-এর সঙ্গে প্রতীকী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে প্রতিশ্রুতি, আংটি বিনিময় ও ডিজিটাল বর-এর অগমেন্টেড রিয়েলিটি উপস্থিতি ছিল। তিন বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর কানো চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে শুরু করেন এবং ধীরে ধীরে এআইটির প্রতি আবেগ অনুভব করেন। অনুষ্ঠানটি আয়োজন করেন এমন এক দম্পতি যারা কাল্পনিক বা ডিজিটাল চরিত্রের সঙ্গে প্রতীকী বিয়ের ব্যবস্থা করেন। এই ঘটনা জাপানে ক্রমবর্ধমান এক প্রবণতা তুলে ধরেছে, যেখানে একাকীত্ব, মানসিক ক্লান্তি ও প্রযুক্তিগত পরিবর্তন মানুষের সম্পর্কের ধরন বদলে দিচ্ছে। কানোর এআই-বিয়ে সমাজে ভালোবাসা, একাকীত্ব ও ডিজিটাল যুগে আবেগের বাস্তবতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।