যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালে ইসরাইলে পৌঁছাবেন। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন, যেখানে তার জন্য আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি জেরুজালেমের নেসেটে যাবেন এবং সেখানে ভাষণ দেবেন। এই সফরটি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির পর অনুষ্ঠিত হচ্ছে। চ্যানেল ১২ জানিয়েছে, সফরটি সংক্ষিপ্ত হবে; নেসেটে ভাষণের পর ট্রাম্প সরাসরি বিমানবন্দরে ফিরে দেশে চলে যাবেন। মূল পরিকল্পনা অনুযায়ী রবিবার আগমন হওয়ার কথা থাকলেও প্রস্তুতির সময় সীমিত থাকায় সফরটি সোমবারে করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ার’-এ যেতে পারবেন না, যদিও হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের পক্ষ থেকে তার উপস্থিতি প্রত্যাশিত ছিল।