ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, নিরাপত্তা খাত এবং প্রশাসনের ওপর খবরদারি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, বলেছে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন। আরো বলা হয়েছে, ‘উচ্চপর্যায়ের দুর্নীতি প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর নিম্নস্তরে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিফলন ঘটিয়েছে।’ পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে প্রতি চারজনের মধ্যে তিনজন (৭৪.৪ শতাংশ) বাংলাদেশি আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। বিগত সরকার তথ্য বানোয়াটের সাথে জড়িত ছিল, বিগত সরকারের নেতৃত্বেই অর্থ পাচার ও দেশের অর্থনৈতিক ধ্বংসও সাধিত হয়েছে বলে জানিয়েছে প্রতিবেদন।