মায়ের অসুস্থতার কারণে দেড় ঘন্টার বেশি দেরিতে পৌঁছানোয় এইচএসসির প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারে নি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। তবে আজ রোববার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠানো হয়েছিল। জানা গেছে, তার মা এখন বেশ ভালো আছেন।’ অধ্যক্ষ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।’ এছাড়া তিনি জানান, আনিসা টেস্ট পরীক্ষায় দুই বিষয়ে ফেল করলেও মানবিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।