রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি সংলগ্ন লেকে শুরু হয়েছে আলোকচিত্রী পারভেজ আহমদ রনির একক প্রদর্শনী ‘বর্ডার দ্যাট ব্লিডস’। শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। এটি সীমান্ত হত্যার প্রতিবাদে এবং ফেলানি খাতুনের স্মরণে আয়োজিত হয়েছে। ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেলানিকে গুলি করে হত্যা করে এবং তার দেহ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলিয়ে রাখে। প্রদর্শনীতে সাতটি নির্বাচিত ছবি লেকের পানিতে ভাসমানভাবে স্থাপন করা হয়েছে।
সূত্র অনুযায়ী, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এখন পর্যন্ত প্রায় ১৪০০ বাংলাদেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত রনি ভারত-বাংলাদেশ সীমান্তে এই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছেন। প্রদর্শনীটি সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়বিচারের আহ্বান হিসেবে শিল্পের মাধ্যমে বার্তা দিচ্ছে।
এই উদ্যোগ সীমান্তে চলমান সহিংসতা ও দায়বদ্ধতার অভাব নিয়ে জনসচেতনতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।