বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রাজনীতিতে পারিবারিক উত্তরাধিকার আবারও সুস্পষ্টভাবে দৃশ্যমান। দেশের বিভিন্ন আসনে বিএনপির সিনিয়র নেতাদের সন্তানরা দলীয় মনোনয়ন চাইছেন। তাদের মধ্যে আছেন কেএম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ, তরিকুল ইসলামের পুত্র অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র নওশাদ জমির, নিতাই রায় ও গয়েশ্বর রায়ের পরিবারের সদস্য নিপুণ রায় চৌধুরী এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন। চট্টগ্রামে ছয় নেতার সাত সন্তান মনোনয়ন প্রত্যাশী, যাদের মধ্যে আছেন মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান। কুমিল্লা, মানিকগঞ্জ, নাটোর, সিলেট, রংপুর ও ঢাকাতেও একই প্রবণতা লক্ষণীয়। কেউ কেউ আন্দোলনের মাধ্যমে নিজস্ব অবস্থান গড়েছেন, আবার অনেকে পারিবারিক পরিচিতির ওপরই নির্ভর করছেন। ফলে বিএনপির নেতৃত্বে তৈরি হচ্ছে ধারাবাহিকতা ও বিতর্ক।