দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল ১০টায় সমাবেশ করছে বিএনপি। এতে অংশগ্রহণ করবেন সাবেক জনপ্রতিনিধি ও বিগত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা। তারা দাবি করছেন ভিন্ন মতলব নিয়ে কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন, এর ঘোর বিরোধী তারা। এইরকম এক প্রতিনিধি জানিয়েছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, স্থানীয় সরকার নির্বাচন হলে পতিত ফ্যাসিস্টরা এর সুযোগ নেবে। বিএনপি সমর্থক, উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, কাউন্সিলর থেকে শুরু করে সব পর্যায়ের জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন।