শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০১৪ সালের নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য ২০১৩ সাল ছিল আওয়ামী লীগের গুম ও খুনের এক মহোৎসব। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো জানতে পারিনি। এ নিয়ে সরকারের পাশাপাশি হেফাজতও প্রকৃত আহত ও নিহতের তথ্য অনুসন্ধান করতে পারে বলে মন্তব্য করেন তিনি। শফিকুল আলম বলেন, পতিত আওয়ামী সরকার বরাবরই হত্যার রাজনীতির মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করে ক্ষমতায় থাকতে চেয়েছে। তিনি ঐ ভয়ানক রাতের নিজের সাংবাদিক জীবনের কথা উল্লেখ করে বলেন, সেই রাতে বারাকাহ, ইসলামী হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জের হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ অনেকের লাশ পাওয়া গেলেও সরকার তা স্বীকার করেনি।