বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানকালে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়ায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, দশম শ্রেণির শিক্ষার্থী ওবায়দুল্লাহ (১৬) ফয়সাল (১৬), সাইম (১৬) ও আনন্দ রায় (১৬)। ভিডিওটি ভাইরালের পর স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাতে শিক্ষার্থীদের ছুরি প্রদর্শনের ভিডিওটি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলে শিক্ষকরা কৌশলে তিনজন শিক্ষার্থীকে আটকে রেখে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। ওসি জাহিদুর রহমান জানান, অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শন করা ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।