২০২৬ সালের বেশ কয়েকটি সরকারি ছুটি বাতিল করা হয়েছে বলে বাংলাদেশ ও ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরকে মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রেস উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, আশুরা, জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও মহালয়ার ছুটি বাতিল হয়নি।
প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়, এসব দিবস সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় আলাদাভাবে ছুটি হিসেবে উল্লেখ করা হয়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তারিখগুলোর বিপরীতে ছুটির সংখ্যা ‘শূন্য’ দেখানো হয়েছে। ফ্যাক্টচেক টিম জানায়, গত দুই বছরেও একই নিয়ম অনুসরণ করা হয়েছে, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে পড়লে অতিরিক্ত ছুটি গণনা করা হয়নি।
প্রেস উইং স্পষ্ট করে জানায়, কোনো ছুটি বাতিল করা হয়নি; বিভ্রান্তির কারণ কেবল সাপ্তাহিক ছুটির সঙ্গে তারিখের মিল।