ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সর্বোচ্চ পর্বত সেমেরু আগ্নেয়গিরি বুধবার অগ্ন্যুৎপাত করেছে, যার ফলে কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। আগ্নেয়গিরিটি প্রায় ৫.৬ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের মেঘ উড়িয়ে দিয়েছে এবং দ্রুতগামী পাইরোক্লাস্টিক প্রবাহ প্রায় সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা বাসিন্দাদের আগ্নেয়গিরির ক্রেটার থেকে অন্তত ২.৫ কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত ৩,৬৭৬ মিটার উচ্চ সেমেরু ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে অগ্ন্যুৎপাতের ফলে স্থানীয় জনগণ, পরিবহন ও বিমান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। সেমেরু, যা মাহামেরু নামেও পরিচিত, অতীতে বহুবার অগ্ন্যুৎপাত করেছে, যার মধ্যে ২০২১ সালের অগ্ন্যুৎপাতে ৬২ জন নিহত হয়েছিল।