শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব তৈরি পোশাক কারখানা বন্ধ দেখছেন, সেসব আগে থেকেই বন্ধ ছিল। ৫ আগস্টের পর নয়। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিকরা ব্যাংক থেকে টাকা নিয়ে শ্রমিকদের বেতন তো দেয়-ই নাই, কাজও করে নাই। তারা লোন নিয়েছে কিন্তু যথাসময়ে পরিশোধ না করায় এখন ব্যাংক তাদের আর টাকা দেয় না। এজন্য তারা কারখানা চালাতে পারছে না। আরো বলেন, টাকা-পয়সা নিয়ে বেশিরভাগ মালিকবিদেশে চলে গেছেন। উপদেষ্টা বলেন, সব বড় গার্মেন্টস বন্ধ হয়নি। গার্মেন্টস বন্ধ হলে ১৭ পার্সেন্ট এক্সপোর্ট হতো না এবং চিটাগাং পোর্ট ও অর্ডার নিয়ে কুলাতে পারছে না। সবশেষে বলেন, বন্ধ কারখানা খুলে দেওয়া বা অন্য কেউ কিনে নিলে তাদের ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে চিন্তা করবে সরকার। তবে এটা অনেক সময় লাগবে।