ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেনিনের সিলাত আল-জাহরের মেয়রসহ চারজন ফিলিস্তিনিকে আটক করেছে। অভিযানগুলোতে সিলাত আল-জাহর, জাবা’ এবং কাফর দান শহরের বাড়ি তল্লাশি ও যানবাহন পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল। মেয়র আবদুল ফাত্তাহ আবু আলিস, যায়েদ কানান, ইয়ামেন মারই ও মোহাম্মদ আজ্জাম মারইকে আটক করা হয়েছে। এই অভিযানগুলি অঞ্চলটিতে চলমান উত্তেজনা এবং ঘনঘন সামরিক কার্যক্রমকে প্রতিফলিত করছে, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।