বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। দলটিল নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়টা পুরোপুরি জানি না। পত্র-পত্রিকায় দেখেছি, সরকার একতরফাভাবেই দেশের জনগণ তথা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এটাও শুনেছি, মানবিক কারণে তারা এই করিডর দেবে। এটাও শুনেছি যে, কিছু শর্ত আছে-কিন্তু সে শর্তগুলো কী, এগুলো আমরা জানি না। তিনি বলেন, সরকারের এই বিষয়গুলো জাতিকে সুস্পষ্টভাবে জানানো উচিত। কী কী শর্ত-সেগুলোও পরিষ্কারভাবে জানানো দরকার। আমরাও এ বিষয়ে নানা তথ্য-উপাত্ত পাওয়ার চেষ্টা করছি এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর আমরা আমাদের দলের তরফ থেকে এ বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করব। এছাড়া দলটি মনে করছে অনির্বাচিত সরকারের করিডর দেওয়ার এখতিয়ার নেই। সার্বভৌমত্বেরও শঙ্খা রয়েছে।