মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মেনে জীবিত ও মৃত সকল ইসরাইলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মহাসচিব তাৎক্ষণিক যুদ্ধবিরতি, সকল বন্দির শর্তহীন মুক্তি এবং অবাধ মানবিক সহায়তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এসময় তিনি কাতার ও মিশরকে মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান। হামাসের ইতিবাচক সাড়া পাওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর ঘোষণা করেছে যে, তারা এখন ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুত—যেখানে জিম্মিদের অবিলম্বে মুক্তি প্রাধান্য পাবে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের অবসান ইসরাইলের নীতি অনুযায়ী হবে, যা ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এই অগ্রগতি গাজায় সংঘাত বন্ধে একটি বড় সম্ভাবনা তৈরি করলেও স্থায়ী শান্তির পথে এখনও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে।