ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে সংঘর্ষে নিহত ইসরায়েলি সেনা নোম শেমেশকে নিয়ে গাজায় স্থল অভিযানে ইসরায়েলের মোট সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শেমেশ কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন এবং খান ইউনিসে রকেট হামলায় নিহত হন। একই ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও তিনজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদারও রয়েছেন। গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েল আক্রমণের পর। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে গাজা যুদ্ধকে এখন দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে দেখছে ইসরায়েল।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।