রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রোববারের নির্ধারিত প্রথম থেকে নবম শ্রেণির সব বার্ষিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির বিশেষ কুইজ প্রতিযোগিতা স্থগিত করেছে। শনিবার দিবাগত রাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৩ নভেম্বরের এসব পরীক্ষা স্থগিত করা হলো, তবে একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়মিত পাঠদান যথারীতি চলবে। এ সিদ্ধান্তটি ঢাকায় শনিবার সংঘটিত একাধিক ভূমিকম্পের পর নেওয়া হয়েছে। ওই দিন সন্ধ্যায় ঢাকায় ৩.৭ থেকে ৪.৩ মাত্রার তিনটি কম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল বাড্ডা ও নরসিংদী। এর আগের দিন নরসিংদীতে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়। ধারাবাহিক ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।