নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা চলতি মৌসুমে আগাম আলু তোলা শুরু করেছেন। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের সম্ভাবনা থাকলেও বাজারে দাম গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। পাইকারদের কাছে প্রতি কেজি নতুন আলু ৫১–৫২ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে গত বছর দাম ছিল ৯০ টাকা। আশ্বিন মাসের শুরুতে রোপণ করা আলু এখন ৫৫–৬০ দিনের মাথায় তোলা হচ্ছে। কৃষক এজাবুল হক ও শমসের হাজিসহ অনেকে জানান, দাম কম থাকায় লাভ কম হলেও ক্ষতি হয়নি। অনেক কৃষক ভালো দামের আশায় আলু সরাসরি ঢাকার কারওয়ানবাজার ও শ্যামবাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ মৌসুমে ৪ হাজার ৮২০ হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করা হচ্ছে। পুরোনো আলুর কম দামের প্রভাব নতুন আলুর বাজারে পড়বে না বলে তিনি আশা প্রকাশ করেন।