ইউনিসেফ জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় শিশুদের ওপর প্রাণঘাতী সহিংসতা অব্যাহত রয়েছে। সংস্থার মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, এ সময়ে অন্তত ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে এবং আরও বহু শিশু আহত হয়েছে, যা গড়ে প্রতিদিন দুই শিশুর মৃত্যুর সমান। তিনি বলেন, গাজা এখনো শিশুদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক এলাকা, যেখানে সহিংসতা, বিস্ফোরক অবশিষ্টাংশ ও নিরাপত্তাহীনতা তাদের জীবনকে হুমকির মুখে ফেলছে। অন্যদিকে সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বব্যাপী সংঘাতে ১২ হাজার শিশু নিহত বা আহত হয়েছে, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ এবং ২০২০ সালের তুলনায় ৪২% বেশি। ইউনিসেফ সতর্ক করেছে, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আশ্রয় ও শিক্ষার ঘাটতির কারণে গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে।