সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সম্পদ অনুসন্ধানে নতুন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পূবালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের তিনটি লকার খুলে ৮৩১ দশমিক ৬৭ ভরি (৯,৭০৭ গ্রাম) স্বর্ণালংকার, স্বর্ণের নৌকা ও হরিণ এবং পরিবারের সদস্যদের নাম লেখা একটি চিরকুট পাওয়া যায়। তবে শেখ হাসিনার একক নামে পূবালী ব্যাংকের লকারে কেবল একটি ছোট পাটের ব্যাগ পাওয়া গেছে, যা ঘিরে রহস্য তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের অবৈধ সম্পদ ও কর ফাঁকি অনুসন্ধান শুরু করে দুদক ও এনবিআরের সিআইসি। আয়কর নথিতে ঘোষিত সম্পদের সঙ্গে ব্যাংক লকারে পাওয়া স্বর্ণের পরিমাণের অমিল ধরা পড়েছে। দুদক জানিয়েছে, স্বর্ণগুলো জ্ঞাতআয়বহির্ভূত কিনা তা যাচাই করা হবে। পূবালী ব্যাংকের লকারটি ৫ আগস্টের পর কেউ খুলেছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।