সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক্সটেনশন অংশে অবস্থিত ক্যান্টিনে আগুন লাগে। ফায়ার সার্ভিস সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে খবর পেয়ে দ্রুত চারটি ইউনিট পাঠায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যান্টিনের একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। হলের প্রভোস্ট ড. স. ম. আলী রেজা জানান, আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে সিলিন্ডার বিস্ফোরণই সম্ভাব্য কারণ বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তদন্তের পর জানা যাবে।