বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার সারা দেশের মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী, বাগেরহাট, নোয়াখালী, ময়মনসিংহ, কুষ্টিয়া, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় জুমার নামাজ শেষে মুসল্লিরা তার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব দোয়া মাহফিলের আয়োজন করেন এবং কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা, যেমন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান ও ড. মোহাম্মদ জালাল উদ্দিন, বিভিন্ন স্থানের দোয়া মাহফিলে অংশ নেন। সাংবাদিক ও সাধারণ নাগরিকরাও এসব আয়োজনে যুক্ত হন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা জানান, তার দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া অব্যাহত থাকবে। দলীয় সূত্রে জানা গেছে, এ ধরনের ধর্মীয় কর্মসূচি চলমান থাকবে যতদিন না তার শারীরিক উন্নতি হয়।