যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছরে দুই দেশের নিহত, আহত ও নিখোঁজ সেনার সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। ২০২৬ সালের ২৮ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ক্ষয়ক্ষতি ইউক্রেনের তুলনায় অনেক বেশি। মোট হতাহত ও নিখোঁজ ১৮ লক্ষাধিক সেনার মধ্যে প্রায় ১২ লাখ রুশ বাহিনীর সদস্য, যাদের মধ্যে তিন লাখ ২৫ হাজারের বেশি নিহত এবং কয়েক হাজার এখনো নিখোঁজ। সিএসআইএস জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় সামরিক শক্তি এত বিপুল ক্ষতির মুখে পড়েনি।
ইউক্রেনও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটির ছয় লাখের বেশি সেনা নিহত, আহত বা নিখোঁজ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনীর নিহতের সংখ্যা এক লাখ থেকে এক লাখ ৪০ হাজারের মধ্যে। সিএসআইএস সতর্ক করেছে, যুদ্ধ অব্যাহত থাকলে ২০২৬ সালের বসন্ত নাগাদ মোট হতাহত ও নিখোঁজ সেনার সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে, ক্রিমিয়া ও ন্যাটো ইস্যুতে দীর্ঘ উত্তেজনার পর। যুদ্ধ এখনো চলমান।