জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত হাফিজুল শিকদারের পিতা আবু বকর সিদ্দিক দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, শুধু মৃত্যুদণ্ডের রায় ঘোষণা যথেষ্ট নয়, প্রকাশ্যে তা কার্যকর করলেই প্রকৃত ন্যায়বিচার হবে। তিনি জানান, গত বছরের ২০ জুলাই ঢাকার বাড্ডা থানার পোস্ট অফিস মোড়ে তার ছেলে নিহত হয়েছিল। ছেলেকে হারানোর বেদনা প্রকাশ করে তিনি বলেন, প্রকাশ্যে শাস্তি কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে এবং পরিবারগুলো ন্যায়বিচার অনুভব করবে। তার এই বক্তব্য জুলাইয়ের সহিংস ঘটনার পর ন্যায়বিচারের দাবিতে ক্ষুব্ধ জনমতের প্রতিফলন।