গাজার ৫০ শতাংশেরও বেশি অঞ্চল দখলে নিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনা জানিয়েছে, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় সংলগ্ন এলাকা হলো গাজা সীমান্তের আশপাশ। যেখানে সেনাবাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের সামরিক বাফার জোনের আকার দ্বিগুণ হয়েছে। ইসরাইলি সেনারা নেতজারিম করিডর নামে পরিচিত জমিও দখল করেছে। যা গাজা শহরসহ উত্তরাঞ্চলকে বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। যেখানে ২০ লাখেরও বেশি লোকের আবাসস্থল রয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল আরেকটি করিডর তৈরি করতে চায়। যা দক্ষিণ গাজার মধ্য দিয়ে রাফাহ শহরকে বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।