রাজধানীর ভাটারা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের একটি ফ্ল্যাট থেকে সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে আল আমিন হোসেন রায়হান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লার লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, জানালার উচ্চতায় লাশ ঝুলে থাকার কারণে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছেন তারা। অন্যদিকে এক প্রতিবেশী জানান, রায়হান সম্প্রতি মানসিকভাবে হতাশ ছিলেন। ভাটারা থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে।