শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় খুনিরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। রংপুরে আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে তিনি বিচার দ্রুত সম্পন্ন করে ‘জুলাই সনদ’ ঘোষণার মাধ্যমে সংস্কার কাঠামো তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন, সংস্কার ও বিচার—এই তিনটি স্তম্ভ ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। সাকি অভিযোগ করেন, এনসিপির পদযাত্রায় হামলা এবং মব সন্ত্রাস সরকারের ব্যর্থতারই ফল। শহীদদের পরিবার ও ছাত্র নেতারাও ন্যায়বিচার, আহতদের পুনর্বাসন এবং সংবিধান সংস্কারের দাবি জানান। তারা বলেন, জনগণের নিয়ন্ত্রণ ছাড়া ক্ষমতা মানেই ফ্যাসিবাদ। ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বৈষম্যহীন বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়েই ভবিষ্যতের পথ গড়ে উঠবে।