জাতীয় সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বিডিআরের ৫৭ জন চৌকষ সেনা কর্মকর্তার স্মরণে আজ ঢাকাসহ সারাদেশে দোয়া ও আলোচনা মাহফিল করবে বিএনপি। এছাড়া সেনাদের কবরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে রুহুল কবির রিজভী জানিয়েছেন, তৎকালীন শেখ হাসিনার সরকার ও আন্তর্জাতিক চক্রান্তে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের হত্যাকাণ্ড ঘটে। তিনি জানান, এখনো এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। জানা গেছে, তৎকালীন ক্ষমতাসীন দল ও আন্তর্জাতিক প্রভুদের সংশ্লিষ্ট থাকায় বহু আলামত ধ্বংস করা হয়েছে।