রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় ২৪ হলে র্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার এবং আরও নয়জনকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতদের মধ্যে মামুন মিয়া ও রাফি আহমেদকে দুই শিক্ষাবর্ষের জন্য এবং আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। গত ২৩ নভেম্বর রাতে সিনিয়র শিক্ষার্থীরা জুনিয়র দীন ইসলামকে মারধর করলে তার কানের পর্দা ফেটে যায়। ঘটনাটি প্রকাশ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়। উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় র্যাগিং ও যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে সচেতনতামূলক পদক্ষেপ অব্যাহত রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।