Web Analytics
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপি প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলানীর গাড়িবহরের একটি প্রাইভেটকারে বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। ঢাকা-সিলেট মহাসড়কের শেখেরচর মাজার বাসস্ট্যান্ড এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গাড়িটি ওভারহিট হয়ে আগুন ধরে যায়। এতে ড্রাইভার রফিকুল ইসলাম, ফরহাদ আহমেদ, সাইফুল ইসলাম শান্তি ও সিরাজুল ইসলাম আহত হন। ড. হিলানী জানান, আগুন লাগার ঘটনায় আশপাশের কেউ ক্ষতিগ্রস্ত হননি। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড ঘটে।

Card image

Related Videos

logo
No data found yet!