শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে। শনিবার ৩ জানুয়ারি থেকে মঙ্গলবার ৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ সময় সংগঠনের সদস্যরা সরকার, রাজনৈতিক দল ও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ করে হাদি হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাইবেন।
সংগঠনটি ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও সংশ্লিষ্টদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছে। তা না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনেরও হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।