দীর্ঘ ২০ বছর পর অবশেষে ২৭তম বিসিএস পরীক্ষার ৬৭৩ জন প্রার্থীকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে, যা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকার বেতনে বিভিন্ন ক্যাডারে যোগ দেবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণ নিতে হবে। তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে, যা প্রয়োজনে আরও দুই বছর বাড়ানো যেতে পারে। শিক্ষানবিশকাল বা পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণ ব্যয় ফেরত দিতে হবে।
সরকার জানিয়েছে, নিয়োগের কার্যকারিতা ব্যাচের প্রথম নিয়োগের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে গণ্য হবে, যাতে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ থাকে। তবে কোনো বকেয়া আর্থিক সুবিধা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত দীর্ঘ প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে অপেক্ষমাণ প্রার্থীদের জন্য স্বস্তি বয়ে এনেছে।