বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেছেন, সংস্কার নিয়ে সবাই যখন নিশ্চুপ ছিলেন, বিএনপি আওয়ামী ফ্যসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করে সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে, এখনও বলছে। প্রিন্স বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দ্রুত অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মধ্যদিয়ে ৩১ দফাসহ সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়ন করে ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, সংস্কার ও নির্বাচন প্রশ্নে কেউ কেউ বিএনপিকে নসিহত করছেন। তাদের উদ্দেশ্যে বলি, বিএনপিকে নসিহত করার প্রয়োজন নাই। বিএনপি দেশ ও জনগণের স্বার্থে বাস্তবভিত্তিক রাজনীতি করে।