নীলফামারীর সৈয়দপুরে আলুর বাজারে ব্যাপক ধস নেমে কৃষক ও ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছেন। হিমাগারে প্রায় ৯০ হাজার টন আলু মজুত করা হলেও বাজারে চাহিদা কমে যাওয়ায় দাম নেমে এসেছে কেজিপ্রতি ১০–১২ টাকায়, যেখানে উৎপাদন ও সংরক্ষণ ব্যয় ২০–২৫ টাকা। ফলে অনেক কৃষক ক্ষতি সামলাতে না পেরে গরুকে আলু খাওয়াচ্ছেন। গত বছরের তুলনায় এবার দাম অর্ধেকেরও কম হওয়ায় কৃষক ও হিমাগার মালিকরা বিপাকে পড়েছেন। অনেকে লোকসানের আশঙ্কায় হিমাগার থেকে আলু বের করছেন না। কৃষকরা সরকারের কাছে বাজার মনিটরিং জোরদার, প্রণোদনা প্রদান ও রপ্তানি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর জেলায় ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই নতুন আলু বাজারে আসবে। দাম ভালো থাকলে কৃষকরা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।