Web Analytics
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা চাঁদাবাজি, লুটপাট, সাধারণ মানুষকে হয়রানি বা ফ্যাসিস্ট দলের দোসর— তারা বিএনপির সদস্য হতে পারবে না। বুধবার (২৯ অক্টোবর) নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিএনপি হবে একটি সুসংগঠিত, আদর্শভিত্তিক ও জনগণের দল। শিক্ষক, চাকরিজীবী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ মানুষই বিএনপির শক্তি। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সামনে এগিয়ে যাবে, কোনো ষড়যন্ত্রই দলকে দুর্বল করতে পারবে না। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতারা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করা হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি। সভায় জানানো হয়, সংগঠনগত কার্যক্রম জোরদারে আরও কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।