থাইল্যান্ডের পাক ক্রেটে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সেরা তিনে জায়গা করে নিয়েছেন। ‘পিপলস চয়েজ’ বিভাগে তিনি ১ লাখ ৯২ হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন, যেখানে প্রথমে ফিলিপাইন ও দ্বিতীয় স্থানে চিলি। এছাড়া ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’-এ প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’ ও ‘বেস্ট ইভিনিং গাউন’-এ দ্বিতীয় এবং ‘বেস্ট স্কিন’-এ তৃতীয় অবস্থানে রয়েছেন মিথিলা। তিনি জানিয়েছেন, দেশের মানুষের ভালোবাসা ও ভোট তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। ১৯ নভেম্বর পর্যন্ত ভোট চলবে এবং ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। মিথিলার এই অর্জন বাংলাদেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।