বাগছাস রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সাংগঠনিক সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মাহফুজুর রহমান জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের কাছে। ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে তিনি অর্ধশতাধিক শিক্ষার্থীকে মারধর করেন। ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তিনি নিজেই। এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক থানায় সাধারণ ডায়েরি করলেও ভুক্তভোগীরা আইনি প্রতিকার না পাওয়ায় বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে আসে। এদিকে ইমতিয়াজ আহমেদ বলেন, আমি ছয় মাস ধরে স্কুলে পরিশ্রম করছি, যাতে বাচ্চারা ভালো ফল করে। এজন্যই একটু রাগারাগি বা শাসন করেছি। ৯৫ শতাংশ শিক্ষার্থীর কোনো অভিযোগ নেই। বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে এবং পরে মীমাংসাও হয়েছে। তিনি লেখেন, বিষয়টি যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়।