Web Analytics
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিস্কুটে একটু ভ্যাট বাড়লে মনে হয় না গরিবের অসুবিধা হবে। তবুও আমি বলছি না, এটা যৌক্তিক। পাউরুটি সবাইকে প্রভাবিত করে। বড়লোককে যেমন করে, একই সাথে গরিবকেও করে। তবে আমরা সহনীয় করার চেষ্টা করছি। আমার মনে হয় না, বিস্কুট-পাউরুটি, কেকে গতবার বা অন্যান্য বারের চাইতে ভ্যাট বেশি হবে। তিনি বলেন, এবার আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গম, চান, সয়াবিন, মশুর ডালসহ অনেক কিছু আমদানি করেছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন একদম তলানিতে ছিল। আমরা এটাকে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসছি। আরো বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ছে, চালের দাম একটু কম, সয়াবিনের দাম বেড়েছিল, এটা কমেছে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য।

Card image

Related Videos

logo
No data found yet!